শুধু তোমারই জন্য - Sakibul Hasan Creative

#শুধু_তোমার_ই_জন্য

আমি তোমার জন্য গোধূলির বৃষ্টি হতে পারি,হতে পারে ভোরের ঘাসের আলতো শিশির।
আমি তোমার জন্য সুগন্ধির বাগিচা হতে পারি,হতে পারি শুক্লপক্ষের সিয়রের চন্দ্র নিশির।

আমি তোমার জন্য প্রভাতের কিরণ হতে পারি,হতে পারি অন্ন খোঁজের দুরন্ত পিপিলিকা।
আমি তোমার জন্য বজ্রের আগুন হতে পারি,হতে পারি একলা রাতের মোমের শিখা।

আমি তোমার জন্য খসে পড়ার তারা হতে পারি,হতে পারি গরল জলের গ্রাম্য সূর্যাস্ত।
আমি তোমার জন্য বিস্ফোরকের বারুদ হতে পারি,হতে পারি বোরখা পরা আত্মসম্মানের বস্ত্র।

আমি তোমার জন্য ভোরের কলতান হতে পারি,হতে পারি সংগোপনের চোখের জলের সুর।
আমি তোমার জন্য ভবঘুরে-বাউন্ডুলে হতে পারি,হতে পারি পরিধান করা জোড়া পায়ের নূপুর।

আমি তোমার জন্য শূন্য খোঁপার গোলাপ হতে পারি,হতে পারি হাসনুহানার পেখম মেলা কুঁড়ি।
আমি তোমার জন্য মন খারাপের দিনের ফাগুনধারা হতে পারি,হতে পারি হাতের মালতীলতার চুড়ি।

     
    :-অর্ঘ্যদীপ বিষই

Post a Comment

Previous Post Next Post

Ads