উখিয়া উপজেলাসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উখিয়া উপজেলা ছাত্রলীগের মুজিব পাঠশালার কর্মী মোহাম্মদ ফায়সাল।
শুভেচ্ছায় মোহাম্মদ ফায়সাল বলেন, ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে প্রতি বছর ঈদুল ফিতর আমাদের মাঝে ফিরে আসে। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের দারিদ্রতা বিমোচন, অর্থনৈতিক বৈষম্য দূর করে মানুষের আর্থ সামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন সাধন করতে সক্ষম হয়েছে। ঈদ হল শান্তি সম্প্রীতির উৎসব। আগামী দিনেও দেশে এই শান্তি সম্প্রীতি বজায় থাকুক এই কামনা রইল।
এসময় তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উখিয়া উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানান এবং সকলের কল্যাণ কামনা করেন।
Tags:
Eid Mobarak News