জোনাকির চিঠি - কবি রফিকুল ইসলাম রাইসুল - বাংলা কবিতা - Sakibul Hasan Creative

 

জোনাকির চিঠি
কবি রফিকুল ইসলাম রাইসুল

অরণ্যের মেঠো পথে স্বর্ণালি সন্ধ্যায়, 

দক্ষিণা জানালার অদূরে বারান্দায়।

মিটমিট আলো দেয়া জোনাকির ডানায়,

পাহাড়ের কার্নিশ ছুঁয়ে পড়া শিশিরের ফোটায়

কিংবা সুবাসের আহ্বানে

যে আলো নামে হাসনাহেনার ডালে,

খুঁজেছি তোমাকে ঐখানে।


তুমি সেই মুখশ্রী,

নিবিড় হেমন্তের তনুশ্রী!

তোমার ভেতর বাহিরে ডুবে

রক্ততপ্ত তরুণ নিমিষেই হয়ে যাবে লালিত্যের পরাশ্রয়ী।


তুমি রজনীর পাখি,

ঘুমভোরে ডাকি।

তুমি মৃদুভাষী,

তাই তো ভালোবাসি।

মেঘ সরিয়ে জ্যোৎস্না দেখি।

সমুদ্র বালিপথে একবুক কল্পনা আঁকি।


অন্ধকারে ঘুপটি মেরে বসে থাকা ফ্যাকাশে পেঁচার মতো,

বৃষ্টিতে ভিজে পিচঢালা পথে,

অনুভূতির সংলাপে হেঁটেছি দুটো হাত ধরে সাথে।


একি হলো আমার?

নির্জন গাছের মতো,

খরস্রোতা নদীর মতো,

পাহাড়ি প্রজাপতির মতো,

কাকে ডাকছি আমি?

কে কোথায় আছে?

কে বা আছে আমার কাছে?

Post a Comment

Previous Post Next Post